হংকং সিক্সেস টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই অধিনায়ক আব্বাস আফ্রিদির অবিশ্বাস্য পারফরম্যান্সে ৪ উইকেটে জয় পেয়েছে পাকিস্তান।
কুয়েতের দেয়া ১২৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে একসময় চাপে পড়ে যায় পাকিস্তান। সেই কঠিন পরিস্থিতিতে আব্বাস আফ্রিদি ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালান। তিনি টানা ৬ বলে ৬টি ছক্কা হাঁকিয়ে মাত্র ১২ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের পথে নিয়ে যান এবং শেষ পর্যন্ত শেষ বলে কষ্টার্জিত জয় নিশ্চিত হয় পাকিস্তানের।
আজ (শুক্রবার) শুরু হওয়া এই সিক্স-এ-সাইড টুর্নামেন্টে কুয়েত প্রথমে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। তাদের পক্ষে মিত ভাবসার (১৪ বলে ৪১), উসমান প্যাটেল (৯ বলে ৩১), বিলাল তাহির (২৪) এবং আদনান ইদ্রিস (১৮) রান করেন। পাকিস্তানের পক্ষে আব্বাস আফ্রিদি ও মাজ সাদাকাত একটি করে উইকেট নেন।লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো শুরুর পরও আবদুল সামাদ গোল্ডেন ডাক নিয়ে ফেরায় পাকিস্তান চাপে পড়ে। তবে ব্যাট হাতে দুর্দান্ত কামব্যাক করেন অধিনায়ক আব্বাস আফ্রিদি। তিনি ১টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১২ বলে ৫৫ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ক্রিজ ছাড়েন। আব্বাসের বিদায়ের পরও খাজা নাফে (১১ বলে ২৫) এবং শহিদ আজিজ (৫ বলে ২৩) দলের জয় নিশ্চিত করেন।