প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৫, ১০:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৭:১১ অপরাহ্ণ
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেড়িয়ে গেছে সিংহ
রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় খাঁচা থেকে একটি সিংহ বেড়িয়ে গেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় পুরো চিড়িয়াখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দর্শনার্থীরাও নিরাপদে বেরিয়ে যাতে পেরেছেন বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, বন্দুকের মাধ্যমে সিংহের শরীরে এনেস্থিসিয়া ইনজেকশন দেয়া হয়েছে। এর প্রভাবে অজ্ঞান হয়ে গেলে সিংহটি ফের খাঁচায় ঢোকানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ সারওয়ার খান
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫