অদ্য ১১/১০/২০২৫ খ্রিঃ রাত ৮:৫০ ঘটিকায় শাহজালাল উপশহর অস্থায়ী পুলিশ ক্যাম্প এর ইনচার্জ এসআই(নিঃ) খন্দকার জাফর ইমাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরান (রহ:) থানাধীন শিবগঞ্জ রয়েল এনফিল্ড শোরুমের সামনে হতে ০২ (দুই) কেজি গাঁজাসহ ১। শেখর ঘোষ (৩৪) পিতা- মহেশ ঘোষ, মাতা -মিনা ঘোষ, সাং- আমু চা বাগান, থানা -চুনারঘাট, জেলা- হবিগঞ্জ‘কে আটক করেন। উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।