রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে ৩৬ জন মনোননয় সংগ্রহ করেছেন। সহ-সভাপতি পদে ৩জন , সাধারণ সম্পাদক পদে ৬ জন এবং সদস্য পদে ২৭ জন ব্যাক্তি তাদের মনোনয়ন সংগ্রহ করেন।
২৯ নভেম্বর রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট এর আগামী ২০২৫-২০২৭ কার্যনির্বাহী কমিটির জন্য নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে।
সেই লক্ষ্যে যারা মনোনয়ন সংগ্রহ করেছেন তাদের মধ্যে থেকে ১ জন ভাইস চেয়ারম্যান , ১ জন সাধারণ সাধারণ সম্পাদক এবং ৫ জন সদস্যের সমন্বয়ে পরিচালনা পরিষদ গঠিত হবে। প্রায় সাড়ে চার হাজার আজীবন সদস্যদের প্রতিনিধি নির্বাচনে ভোটের মাঠে লড়াই করবেন এই ৩৬ জন । অবশ্য কেউ যদি যাচাই বাছাইয়ে বাদ পড়েন অথবা মনোনয়ন জমা না দেন সেই ক্ষেক্রে প্রতিযোগীর সংখ্যা আরো কমে আসতে পারে। মনোনয়ন জমা দানের শেষ তারিখ হচ্ছে আগামী ১০ নভেম্বর।
মনোনয়ন বাছাই শেষ হবে ১১ নভেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন ১৮ নভেম্বর।
চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ১৯ নভেম্বর । ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে ২৯ নভেম্বর ।
রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট অফিসের প্রাপ্ত তথ্য অনুসারে এখন পর্যন্ত ভাইস চেয়ার ম্যান পদে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, ডা. মাশুকুর রহমান চৌধুরী এবং বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম।
সাধারণ সম্পাদক পদে মো.আমিনুল ইসলাম , আব্দুস সামাদ , রাসেল মাহবুব ,মো. মাহবুব কাদির , লোকমান আলী এবং মাহবুবুল হক চৌধুরী। সদস্য পদে মোট ২৭ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন ।
তারা হলেন- জামায়াত ইসলামীর মহানগরের আমির মাওলানা মো. ফখরুল ইসলাম , সাংবাদিক আপ্তাব চৌধুরী , সাংবাদিক রায়হান উদ্দিন নয়ন, সাংবাদিক আতিকুর রহমান নগরী, নির্ঝর রায়, মো. বুরহান উদ্দিন, ফয়ছল আহমদ , মো. নুরুল আমিন, রাসেল মাহবুব, পারভেজ আহমদ, আবু সাঈদ ইব্রাহীম , শামসুর রহমান কামাল ,জসিম উদ্দিন , মো.সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম সোহেল, হেলাল উদ্দিন , আশরাফুল ইসলাম, মোহাম্মদ মাহবুব কাদির, একে এম কামরুজ্জামান, জালাল উদ্দিন শামিম, মাহবুবুল হক চৌধুরী, দেওয়ান মোস্তাক রাজা, আলতাফ হোসেন বিলাল, আব্দুল্লা আল মামুন সামন, মো. আশরাফ গাজী , সৈয়দ জাহিদ উদ্দিন এবং মো. নাজমুল হক।