স্টেডিয়ামে খেলা দেখতে এসে দর্শকদের বেশি দামে খাবার-পানি কেনার অভিযোগ বেশ পুরনো। এবার সেই ভোগান্তি নিরসনে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, এই সিরিজে আগত দর্শকরা বাইরে থেকে খাবার ও পানীয় নিয়ে ভেন্যুতে প্রবেশ করতে পারবেন।
মূলত মাঠের ভেতর দর্শকদের থেকে খাবার ও পানীয় বিক্রিতে যে অতিরিক্ত দাম নেয়া হয়, তা কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মাঠের ভেতর খাবার বিক্রির দায়িত্ব যারা পেতেন, তারা স্থানীয়ভাবে প্রভাবশালী হবার কারণে দাম নিয়ন্ত্রণ নিয়ে বিসিবি’র কিছু করার ছিল না। এবার দর্শকদের সেই ভোগান্তি নিরসনেই এই সিদ্ধান্ত নিয়েছি বিসিবি। তবে নিরাপত্তাকর্মীদের তল্লাশি সাপেক্ষেই খাবার নিয়ে ঢুকতে পারবেন দর্শকরা। এ প্রসঙ্গে বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান গণমাধ্যমে বলেন, ‘দর্শকদের কথা চিন্তা করে এবার এটি উন্মুক্ত করা হয়েছে। এবারই প্রথম আমরা এমন উদ্যোগ নিয়েছি। দর্শকদের হাতে যেন আরও বেশি অপশন থাকে, এটিই আমাদের মাথায় কাজ করেছে। খাবার নিয়ে যেন তারা ভালোভাবে ঢুকতে পারে, সঙ্গে মাঠ পরিচ্ছন্ন রাখার বিষয়টিও আমাদের মাথায় থাকবে।’
আজ মাঠে গড়াবে সিরিজটির প্রথম ম্যাচ। পরের দুই ম্যাচ আগামী ২২ ও ২৪শে জুলাই। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।