অপর দিকে চলছে অবৈধ ভাবে বালু ব্যবসার হিড়িক! গোয়াইনঘাট বড় ব্রীজের পূর্বে পূর্ণানগর থেকে শুরু করে সাতাইন পয়েন্ট পর্যন্ত সরকারি রাস্তার ২ পাশে বালুর স্তুুপ/ড্রামপিং করে বড় বড় ড্রিসট্রিক ট্রাক রাস্তায় রেখে রাতে লোড করা হচ্ছে প্রতিনিয়ত!! পথচারীদের ভাষ্যমতে সারীঘাট টু গোয়াইনঘাটের এ রাস্তাও বেশিদিন টিকবেনা!!! যেকোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা!!!! পথচারী মানুষজন ও অন্যান্য যান চলাচলেও সৃষ্টি হচ্ছে নানা অসুবিধার। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গোয়াইনঘাটের (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), ও অফিসার ইনচার্জ, গোয়াইনঘাট থানা সিলেট, এবং গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন, সাধারণ মানুষজন ও সচেতন গোয়াইনঘাটবাসী।