০৮/১০/২০২৫ খ্রিঃ রাত অনুমান ২৩.১৫ ঘটিকায় এসআই মোঃ মাসুদ মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন দলদলি চা বাগান চামটুর বাড়ির সামনে প্রদান গেইট সংলগ্ন দরজা বিহীন রুমের ভিতর হতে ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ আসামী নিমাই দাস (৪০), পিতা-নবিনা দাস, সাং-দলদলি চা বাগান (মাঠ লাইন), থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট‘কে আটক করেন। উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-০৭, তাং-০৯/১০/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৯(ক)/৪১ রুজু হয়। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।