রেদওয়ান আহমদ,বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামিসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা’র দিক নির্দেশনায় পরোয়ানাভুক্ত ৬ জনসহ ৯ জন আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পরোয়ানাভুক্ত আসামীরা হলেন- উপজেলার বাঘাডহর গ্রামের মৃত নুরুজ আলীর ছেলে আইনুদ্দিন, ০৭নং কাসেমনগরের মৃত আসাব আলীর ছেলে জালাল উদ্দিন, পূর্ব হাতলিয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে জসিম উদ্দিন, কাসেমনগর গ্রামের মইব আলীর ছেলে জামাল, পূর্ব দোহালিয়া দক্ষিণ ভাগের মৃত রইয়ব আলীর ছেলে সুমন মিয়া (৩৫), উওর সুজানগরের মৃত শফিক আলীর ছেলে মোঃ নজরুল ইসলাম (২৮)।
অন্য আসামীরা হলেন- উপজেলার উত্তর ডিমাই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে বাবলা মিয়া (৩০), একই গ্রামের মৃত ইউসুফ উল্লাহ ছেলে মোঃ শাহীন উল্লাহ (৩০),সাতকরাকান্দি গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৭)।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান,
গ্রেফতারকৃত ৯ আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে তাদের প্রেরণ করা হয়েছে।