০৯/১০/২০২৫ খ্রি: রাত ০০:৪৫ ঘটিকায় এএসআই/এনামুল কবীর সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মোগলাবাজার থানাধীন হাজীগঞ্জ বাজারের শফিকুল মিয়া এর দোকান হতে জুয়া খেলার সময় ০৪ (চার) জন জুয়াড়ি‘কে আটক করেন।
গ্রেফতারকৃতরা: ১। মোঃ জালু মিয়া (৫৫), পিতা-মৃত ইব্রাহীম বেগ, গ্রাম-ভগতিপুর, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট, ২। শফিকুল মিয়া (৫০), পিতা-মৃত জফুর আলী, গ্রাম-বীর মঙ্গল, থানা-মোগলাবাজার,জেলা- সিলেট, ৩। সুনু মিয়া (২৬), পিতা-মৃত মশাইদ আলী, গ্রাম-কাজীরগাও, থানা-মোগলাবাজার,জেলা-সিলেট, ৪। তুরন মিয়া (৫২), পিতা-মৃত মাশুক মিয়া, গ্রাম-নোয়াগাঁও, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট। আসামীদের মোগলাবাজার থানার ননএফআইআর নং-৭১, তাং-০৯/১০/২০২৫খ্রিঃ, ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন ২০০৯ এর ৯৫ ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।