সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে পুণরায় ক্যান্টিন চালুর দাবি জানিয়ে এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খানের কাছে স্মারকলিপি দিয়েছেন কলেজ শাখা ছাত্রদল।
রোববার স্মারকলিপি প্রদানের সময় কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন উপস্থিত ছিলেন।
এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামি ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সহসভাপতি হাবিবুর রহমান, সাঈদ আহমদ, সাহানুর আহমদ, মাছুম আহমদ, দেবব্রত দে সুনাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান আবিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, সোহাগ আলম, আমিনুল ইসলাম, নাজমুল হাসান, মাসুদ আলম রানা, সাংগঠনিক সম্পাদক মো. মুহিবুর রহমান মারজান, পাঠাগার বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান, সহ-ক্যাফেটেরিয়া সম্পাদক মিজানুর রহমান মিজান, সদস্য রফিকুল ইসলাম সাকিব সহ কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে কলেজে শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন ধরে কলেজের ক্যান্টিন বন্ধ থাকায় শিক্ষার্থীদের নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা খাবার সংগ্রহের জন্য ক্যাম্পাসের বাইরে যেতে বাধ্য হন, এতে সময় নষ্ট হচ্ছে ও ক্লাসে বিঘ্ন ঘটছে। ক্যাম্পাসে বিশুদ্ধ খাবারের অভাব শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। এমনকি অনেক শিক্ষকবৃন্দও একই সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এ বিষয়ে এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান জানান, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছি।